আমেরিকা সমর্থিত আফগান সরকারের সাথে তালেবানের বহুল প্রতিক্ষিত সমঝোতা বৈঠক শিগগিরই হতে যাচ্ছে বলে তালেবানের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে।
তালেবানের মুখপাত্র মুহাম্মাদ নাঈম বলেন, গত ১৫ নভেম্বরের কার্যনির্বাহী মিটিংয়ে সমঝোতা বৈঠকের ব্যপারে একমত পোষণ করা হয়। এবং এতে ২১টি বিষয় নিয়ে আলাপ করা হবে।
এদিকে আফগান মিডিয়ায় বলা হচ্ছে আফগান সরকার ও তালেবানের মাঝে সমঝোতা বৈঠক ১২ ডিসেম্বরের দিকে হতে পারে।
আফগান সরকারের প্রতিনিধি নাদের নাদেরী বলেন, তালেবানের সাথে সমঝোতার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। দুই পক্ষ একমত হলে ভালো কিছুর আশা করতে পারি৷