মঙ্গলবার, জুন ২৪, ২০২৫

ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যার তীব্র নিন্দা জানাল হামাস

spot_imgspot_img

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাস ইরানের পরমাণু বিজ্ঞানী ও উপ প্রতিরক্ষামন্ত্রী মোহসেন ফাখরিজাদে’র হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফকে টেলিফোন করে এ নিন্দা জানান।

হানিয়া ইরানি পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর ঘটনায় ইরানের সরকার ও জনগণকে ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান।

এর আগে ফাখরিজাদে হত্যার নিন্দা জানাতে জাওয়াদ জারিফকে টেলিফোন করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া, তুরস্কের সংসদ স্পিকারও এক বিবৃতিতে ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেন।

ইরানের পরমাণু বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার সন্ধ্যায় এক সন্ত্রাসী হামলায় নিহত হন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img