মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

ইসরাইলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উত্তরাঞ্চলীয় মালোত শহরে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় একজন নিহত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) এ হামলা চালায় হিজবুল্লাহ।

হামলার পর ইসরাইলের জরুরি সেবা সংস্থা মেগান অ্যাডাম ডেভিড এক বিবৃতিতে জানিয়েছেন, ‌‌আমরা একজন সংজ্ঞাহীন পুরুষকে পেয়েছি, যার কোনও হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস ছিল না। তার শরীরে গুরুতর জখম ছিল। পরে আমরা তাকে মৃত ঘোষণা করেছি।

ইসরাইলের সামরিক বাহিনী পৃথক বিবৃতিতে জানায়, মঙ্গলবার সকালের দিকে লেবানন থেকে প্রায় ৫০টি রকেট ছোড়া হয়েছে। পশ্চিম গ্যালিলি অঞ্চলের আকাশে এসব রকেটের অবস্থান শনাক্ত করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img