রংপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। সমাবেশ শেষে নগরীর মেডিকেল মোড়, বাস টার্মিনাল, সাতমাথা ও মডার্ন মোড় এলাকায় বাস চলাচল শুরু হয়।
শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশে শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে বিএনপির গণসমাবেশের দুদিন আগে হঠাৎ করে ৩৬ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় রংপুর মটর মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীসহ বিএনপির নেতা-কর্মীরা।