কুমিল্লার লালমাইয়ে মোহাম্মদ রাসেল (২৭) নামে এক অটোরিকশা চালক নিখোঁজ হয়েছে।
নিখোঁজ রাসেল উপজেলার পালপাড়া গ্রামের ছফুউল্লাহর ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার লালমাই থানায় সাধারণ ডায়েরি করেছেন রাসেলের বাবা।
এর আগে লালমাইতে গত ১১ সেপ্টেম্বর শাহ পরান নামে এক কিশোরকে হত্যা করে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ১৪ অক্টোবর এ ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
ছফুউল্লাহ জানান, রাসেল তার মেজো ছেলে। অটোরিকশা নিয়ে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে বাড়ি দিয়ে বের হয় সে। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, রাসেলের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তার মোবাইল ফোনের কললিস্টের জন্য আবেদন করা হয়েছে। কললিস্টের সূত্র ধরে তদন্ত কার্যক্রম চলবে।
সূত্র: ইউএনবি