ফ্রান্সে রাষ্ট্রীয় সহায়তায় মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননা করার প্রতিবাদে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়া বৃহত্তর মিরপুর এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।
আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) বাদ জুম’আ মিরপুর এক নাম্বার গোল চক্কর সংলগ্ন মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ বুধবার সকাল ৮টায় ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়ার সভাপতি মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার সভাপতিত্বে সংগঠনটির মজলিশে আমেলার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ইত্তেফাক নেতৃবৃন্দ বৃহত্তর মিরপুরের সকল মাদারীসের মুহতামীম, আসাতিজা, তোলাবা ও সকল আইম্মায়ে মাসাজীদ এবং সর্বস্তরের নবী প্রেমিক মুসলিম জনতাকে সমাবেশ সফল করার আহ্বান জানিয়েছেন।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কুদ্দুস, (মহিলা মাদরাসা-১২), মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আব্দুল কুদ্দুস (আরজাবাদ) মাওলানা আব্দুল কাইয়ুম (ফুরফুরা) মাওলানা লোকমান মাজহারী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা আব্দুল ওয়াহিদ কাছেমী, মাওলানা মুফতী হামেদ জহিরী, মাওলানা শহীদুল্লাহ কাছেমী, মাওলানা আব্দুল লতীফ ফারুকী, মাওলানা কামাল উদ্দিন সালেহ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রুহুল আমিন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা নূরুল আলম প্রমুখ।