মাহবুবুল মান্নান
বন্দরনগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার উদ্যোগে ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবী মুহাম্মদ মুস্তাফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৯অক্টোবর)বাদ যোহর জামেয়ার শিক্ষা পরিচালক মাওলানা শহিদুল্লাহ কাউসার’র সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা নুরুল আলম, ছাত্রাবাস পরিচালক মাওলানা নুরুল আমিন মাদানী, মাওলানা এনামুল হক মাদানী, মাওলানা আফিফ ফুরকান মাদানী, মুফতী মাসুম ইহসান ও মাওলানা শোয়াইব রশিদ প্রমুখ।
এতে জামেয়ার আসাতিজায়ে কেরাম,ছাত্র,ও এলাকার সর্বসাধারণ নবী প্রেমিকদের উপস্থিতিতে বিশাল মানববন্ধনে পরিণত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। আমাদের প্রাণের নবী রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইজ্জত রক্ষায় সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। খুব দ্রুত নিন্দা প্রস্তাব পাশ করার জোর দাবীও জানান বক্তারা।