বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

বুধবার বিকেলে বুড়িগঙ্গা নদীর জিনজিরা ফেরিঘাট এলাকায় হাসুমনি’র পাঠশালা আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

৭৬টি নৌকা প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করায় হাসুমনির পাঠশালার সভাপতিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান কামাল বলেন, বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আজকে আমরা একটি শক্তিশালী দেশে পরিনত হতাম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে তাঁরই কন্যা, যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তার নেতৃত্বে আজ বাংলাদেশে সত্যিকার অর্থে এগিয়ে যাচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img