ইতিহাসে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট হিসেবে একজন সুন্নি মুসলিমকে নিয়োগ দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেনশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, পল্লী উন্নয়ন বিষয়ক নতুন ভাইস প্রেসিডেন্টের নাম আব্দুল করিম হোসাইনজাদাহ।
তিনি সংখ্যালঘু কুর্দি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একজন সুন্নী মুসলিম। বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কর্তৃক তাকে নিয়োগ দেয়া হয়েছে।
প্রেসিডেনশিয়াল ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, “গ্রাম্য পর্যায়ে বিস্তর অভিজ্ঞতা থাকার কারণে, আব্দুল করিম হোসাইনজাদাহকে পল্লী উন্নয়ন বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
হোসাইনজাদাহের বয়স বর্তমানে ৪৪। ২০১২ সাল থেকে তিনি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর নাগাদেহ ও ওশনাভি শহরের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আসছেন।
ইরানের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মুসলিম। বিভিন্ন সময় তিনি ইরানের সুন্নিদের অধিকার রক্ষায় আওয়াজ তুলেছেন।