আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রাহনুমা নিউজ টোয়েন্টিফোর ডটকম। শনিবার রাজধানীর হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনাল-এর এক আড়ম্বরপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে পত্রিকাটি।
রাহনুমা নিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক ও প্রকাশক মুফতী যুবায়ের গণীর আহ্বানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, আসকান ডেভলপমেন্ট লিঃ এর চেয়ারম্যান মাওলানা আবু সায়েম খালেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ অমিন, লেখক মাওলানা রুহুল আমিন সাদী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, শাইখ উসমান গনী, মুফতী ইমরানুল বারী সিরাজী, শেখ ফজলুল করীম মারুফ, কওমী নিউজ ডটকমের সম্পাদক মাওলানা এ কে এম আশরাফুল হক, সবার খবর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, মাওলানা জাবের কাসেমী, মাওলানা আব্দুল হাফিজ মারুফ, মাওলানা ওযায়ের আমিন, কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান, মাওলানা ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ, মুফতি সুলতান মাহমুদ, মুফতি তাহের সাঈদ, মাওলানা তানজিল আমির, মুফতি মাহমুদুল হাসান, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা আ ফ ম আকরাম হোসাইন, পাবলিক ভয়েসের নির্বাহী সম্পাদক হাসিব আর রহমান, মাওলানা কারী সা’দ সাইফুল্লাহ মাদানী, মাওলানা রহমতুল্লাহ বুখারী, মাওলানা জাকারিয়া ইদরিস, মাওলানা মিজানুর রহমান হানাফী, মুফতি খন্দকার মুজাম্মেল প্রমুখ।