মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

দ্রুত সময়ের মধ্যে আমরা হল খুলতে চাই : রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, দ্রুত সময়ের মধ্যে আমরা হল খুলতে চাই। কিন্তু এর আগে হলগুলো ঠিকঠাক করতে হবে।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ধ্বংসযজ্ঞ চলেছে তাতে প্রশাসনিক ভবনসহ ৯টি হলের ১৫৮টি কক্ষে ভাংচুর করা হয়েছে। এতে আনুমানিক ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রবিবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত বিভিন্ন আবাসিক হল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রাবি উপাচার্য বলেন, আমরা ইতোমধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি। তদন্ত কমিটিকে ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় ও তদন্ত শেষ হলেই আমরা হলগুলো মেরামতের কাজ শুরু করবো। হল মেরামতের কাজ শেষ হলেই হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক ড. তরিকুল হাসান, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিমা আক্তার, পরিবহন দপ্তরের প্রশাসক মোকছিদুল হক, লিগ্যাল সেলের প্রশাসক ড. সাদিকুল ইসলাম সাগর প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img