সোমবার, মে ৬, ২০২৪

ডিবি কার্যালয় থেকে এসে যা বললেন গয়েশ্বর

বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসে পৌঁছে দেওয়া হয় তাকে।

বিএনপির এ নেতা বলেন, সংঘর্ষের সময় মাথা ফেটে রক্তাক্ত হয় আমার। এরপর আমার কোমর থেকে নিচ পর্যন্ত বেধড়ক পিটিয়েছে। সেখান থেকে ধরে নিয়ে পুলিশ রাজারবাগের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়। পরে আমাকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছিল। তারপর অফিসে দিয়ে গেল আমায়।

এ সময় গয়েশ্বরের কাছে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ইনজুরি হওয়ার পর সুস্থ হতে সময় প্রয়োজন। এখন স্যালাইন দিতে হবে।

এর আগে এদিন রাজধানীর বাবুবাজার ব্রিজের প্রবেশ মুখের মোড়ে বিএনপির অবস্থান নেয়ার কথা থাকলেও পরে জায়গা বদলে ধোলাইখাল মোড়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা। বেলা ১১টায় সেখানে অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img