শুক্রবার, মে ১৭, ২০২৪

মিয়ানমারে রেকর্ডভাঙা দাবদাহ; তাপমাত্রা ছুঁলো ৪৮.২ ডিগ্রি

বাংলাদেশসহ দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যেই প্রতিবেশী মিয়ানমারে নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে এপ্রিলের দাবদাহ।

গত রোববার (২৮ এপ্রিল) দেশটির একটি শহরের তাপমাত্রা উঠেছিল ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা এপ্রিল মাসের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার মিয়ানমারের আবহাওয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, রোববার দেশটির মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলের চাউক শহরে তাপমাত্রার পারদ ৪৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। ৫৬ বছর আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর দেশটিতে এপ্রিল মাসে এত গরম আর দেখা যায়নি।

একই দিন বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের তাপমাত্রা উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া, মান্দালয় শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img