বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

মহানবী (সা.)-কে অবমাননায় করায় গণধোলাই দিয়ে ব্যবসায়ীকে পুলিশে দিল জনতা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় রেজাউল করিম আকন্দ (৪৭) নামের এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পাশাপাশি রেজাউল করিমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা করেছেন ওই এলাকার বাসিন্দা মিরাজ হোসেন।

আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে পুলিশ ওই মামলায় রেজাউল করিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মামলার বরাত দিয়ে জানান, বুধবার সকাল ৮টার দিকে রেজাউল করিম আকন্দ তার ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে আপত্তিকর লেখা ও ছবি পোস্ট করেন। বিষয়টি নজরে এলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি বুঝতে পেরে রেজাউল করিম ফেসবুক আইডি থেকে ওই পোস্টটি মুছে ফেলেন। কিন্তু স্থানীয়রা সেটির মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখেন এবং বুধবার রাতে রেজাউলকে রহিমগঞ্জ বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবরুদ্ধ করে মারধর করেন। খবর পেয়ে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে গিয়ে রেজাউলকে উদ্ধার করে। এরপর তাকে থানা হেফাজতে রাখা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img