বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

রমজানে সিগারেট খেতে নিষেধ করায় পিতাকে পিটিয়ে হত্যা করল ছেলে

মানিকগঞ্জের সিংগাইরে রমজানুল কারীমে সিগারেট খেতে নিষেধ করায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই ছেলে। নিহত বৃদ্ধের নাম খোকন মিয়া (৫৫)।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের উত্তর বকচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া ওই গ্রামের মৃত ফালান মিয়ার পুত্র। ঘটনার পর থেকে ঘাতক ছেলে কাওসার হোসেন (২২) পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়িতে প্রকাশ্যে সিগারেট খাচ্ছিল কাওসার। এ সময় তার পিতা খোকন মিয়া রোজার দিন এভাবে তাকে সিগারেট খেতে নিষেধ করেন। এ নিয়ে বাপ-বেটার মধ্যে প্রথমে কথাকাকাটি ও পরে হাতাহাতি হয়। এরই মধ্যে টিউবয়েলের হাতল দিয়ে খোকন মিয়ার মাথায় একাধিকবার আঘাত করে ছেলে কাওসার হোসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে নিহত খোকন মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে কাউসার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img