বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইউরোপে ৫ কোটিরও বেশি লোক করোনায় আক্রান্ত

চীনে ২০১৯ সালের ডিসেম্বরে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে রাশিয়া ও আজারবাইজানসহ ইউরোপের ৫২টি দেশে এ পর্যন্ত ৫ কোটিরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সরকারি উপাত্তের ভিত্তিতে এএফপি এ তথ্য জানিয়েছে।

গত সাত দিনে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ৮২ হাজার লোক। প্রতিদিন গড়ে আক্রান্ত হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৪শ লোক।

ইউরোপের অধিকাংশ দেশে গত দুসপ্তাহে করোনার সংক্রমণ কমে আসায় সেসব দেশের সরকার ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল করছে।

ব্রিটেন মার্চ মাস থেকে ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কাজ শুরু করেছে। ইতালিও বার, রেস্টুরেন্ট, সিনেমা ও থিয়েটার আংশিকভাবে খুলে দেওয়ার বিষয়টি অনুমোদন করেছে।

করোনার বিশ্ব সংক্রমনের এক তৃতীয়াংশ ইউরোপে ঘটেছে। তবে গত এক সপ্তাহে এর হার ছিল ২৪ শতাংশ।

উল্লেখ্য,মহামারি শুরুর পর ইউরোপে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজার ৯শ লোক মারা গেছে। মধ্য এপ্রিলের পর থেকে ইউরোপে মৃত্যুর সংখ্যাও কমে আসছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img