চট্টগ্রাম পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর ঘাট এলাকায় ক্রুড অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে ১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
তবে আগুন লাগার কারণ এবং নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।