বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জা ইস্যুতে আন্তর্জাতিক আদালতের রায়ে সন্তুষ্ট এরদোগান

বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার রায় তুর্কি মনোভাবকে প্রতিফলিত করে বলে উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শনিবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক আদালত আইসিজের অন্তর্বর্তীকালীন রায়ের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

এরদোগান বলেন, আন্তর্জাতিক আদালতের রায় তুর্কি মনোভাবকে প্রতিফলিত করে যে, পৃথিবী পঞ্চবলয় থেকেও বড়। আমরা ইসরাইলকে আন্তর্জাতিক আদালতের রায়, আন্তর্জাতিক সম্প্রদায় ও সংস্থার কথা আমলে নিয়ে অবিলম্বে গাজ্জায় হামলা ও গণহত্যা বন্ধ করার আহবান পুনর্ব্যক্ত করছি।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আদালত আইসিজেতে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দাখিল করে।

শুক্রবার (২৬ জানুয়ারি) আদালত প্রাথমিকভাবে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আরোপিত অভিযোগের সত্যতা খুঁজে পায়। আর অন্তর্বর্তীকালীন রায় স্বরূপ বিশ্ব মানবতার শত্রু রাষ্ট্রটিকে আদেশ দেয় যে, অবিলম্বে গাজ্জার মানবিক পরিস্থিতি বহাল ও উন্নতি সাধনে পদক্ষেপ নিতে। ত্রাণ বিতরণে বাঁধা না দিতে এবং সহায়তা প্রেরণের যত প্রতিবন্ধকতা সব সরিয়ে নিতে।

আদালতের রায় অন্তর্বর্তীকালীন হলেও প্রেসিডেন্ট এরদোগান একে স্বাগত জানান। সাময়িক হলেও ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যার বিপরীতে একে গুরুত্বপূর্ণ রায় বলে উল্লেখ করেন। নৃশংস উপায়ে নিরীহ ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নিয়ে ইসরাইল যে যুদ্ধাপরাধ করেছে তা যেনো শাস্তি বিহীন না থাকে এজন্য সব ধরণের প্রক্রিয়ার অনুসরণ করার অঙ্গীকার করেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img