বিদেশি সংবাদমাধ্যম নিষিদ্ধ করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এতে দেশটিতে শোরগোল পড়ে গেছে। দক্ষিণ কোরিয়ার অনুষ্ঠান দেখাও নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধ অমান্য করলে মোটা অঙ্কের জরিমানা ও শাস্তির মুখে পড়তে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক বরাবরই তিক্ত। দুই দেশের মধ্যে বিরোধ লেগেই থাকে। জানা যাচ্ছে, উত্তর কোরিয়ার কোনও শিশু যদি প্রতিবেশী দেশে নির্মীত অনুষ্ঠান দেখেন তবে তাঁর বাবা-মার ১৫ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে। এখানেই শেষ নয়, রেজিস্টার্ড নয় এমন টেলিভিশন, রেডিও, কম্পিউটার, বিদেশি সেলফোন, ইলেক্ট্রনিক ডিভাইসের ব্যবহারও অপরাধের সামিল হবে বলে জানানো হয়েছে।
সূত্র : এনডিটিভি