গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বর্বর বিমান হামলায় ফিলিস্তিনি সাংবাদিক বাবার শাহাদতবরণের অল্প সময় পূর্বে তাঁর নবজাতক ছেলের জন্ম হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরাইলি হামলায় শাহাদতবরণ করা ফিলিস্তিনি সাংবাদিক আয়মান আল-জাদী এবং তাঁর নবজাতক ছেলের ছবি ছড়িয়ে পড়েছে।
ফিলিস্তিনের এক সাংবাদিক ইনস্ট্রাগ্রাম-এ দেওয়া পোস্টে বলেন, আয়মান আল-জাদী শহীদ হওয়ার কিছুক্ষণ পূর্বেই তাঁর স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন।
উল্লেখ্য, গতকাল গাজ্জার নুসাইরাত শহরে আল-আওদা হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের একটি গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরাইল। এতে আয়মান আল-জাদীসহ পাঁচ সাংবাদিক মৃত্যুবরণ করেন। এছাড়া আরও ৫ পাঁচজন ফিলিস্তিনি শহীদ হয়।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস’ জানায়, গাজ্জায় গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন ফিলিস্তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে হত্যা করা হয়েছে।
সূত্র: ডেইলি জং