অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় সর্বশেষ ফিলিস্তিনি শহীদের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। এ পরিসংখ্যানে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন ১০৯ জন শিশু, অর্থাৎ মোট ৮ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।
বুধবার (২৭ ডিসেম্বর) গাজ্জার মিডিয়া অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজ্জায় চলমান ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে ৬ হাজার ৩০০ নারী শহীদ হয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ৮২ দিনের এই যুদ্ধে মোট ১ হাজার ৭৭৯টি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে আহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর