টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের তিন কিশোর নিহত হয়েছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলার সিঙ্গুরিয়ায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- পার্শ্ববর্তী ভুঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মুহাম্মাদ রশিদ (১৫), লাল মিয়ার দুই ছেলে মুন্না (২০) ও সৌরভ (১৫)।
ভুঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুরাদ হোসেন বলেন, দুপুর ১২টায় সময় মোটরসাইকেল নিয়ে তিন কিশোর বাড়ি থেকে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। তারা টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের উপর উঠলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রশিদ ও মুন্নার মৃত্যু ঘটে। আর টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান সৌরভ।
স্থানীয়রা জানান, সৌরভ স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। আর মুন্না পেশায় বাস চালক এবং রশিদ গার্মেন্টস কর্মী। এছাড়া মুন্না ছিলেন লাল মিয়ার পালক পুত্র।