বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

যুদ্ধরত দু’পক্ষকেই ২০২১ সালের মধ্যে ইয়েমেন সংঘাত বন্ধের আহ্বান জাতিসংঘের বিশেষ দূতের

ইনসাফ | নাহিয়ান হাসান

২০২১ সালের মধ্যে ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের সংকট নিরসনের মধ্যদিয়ে সংঘাত বন্ধের আহবান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষদূত মার্টিন গ্রিফিথস।

রবিবার (২৭ ডিসেম্বর) জাতিসংঘের অনলাইন ম্যাগাজিন পলিটিক্যালী স্পিকিংকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, অনবরত রক্তপাত, বাস্তুচ্যুতকরণ, অর্থনৈতিক ধ্বস এবং বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ‘র প্রকোপের কবলে পরে যাওয়া ইয়েমেনীদের জন্য ২০২০ সনটি আরেকটি নিষ্ঠুরতার বছর মাত্র!

সংকট নিরসনের মধ্যদিয়ে ইয়েমেনের সংঘাত বন্ধে জাতিসংঘের পদক্ষেপের ব্যাপারে মার্টিন গ্রিফিথস বলেন, যুদ্ধ বন্ধের মধ্যদিয়ে দেশের দুর্ভোগ লাঘব এবং জরুরী ভিত্তিতে পুনরায় রাজনৈতিক প্রক্রিয়া শুরুর অঙ্গীকারমূলক একটি সমঝোতা চুক্তি সম্পাদনের জন্য যুদ্ধরত ইয়েমেনী দলগুলোর মাঝে মধ্যস্থতা করেছে জাতিসংঘ।

আলাপ-আলোচনার মাধ্যমে নিজেদের মতপার্থক্য নিরসন করে বাস্তবসম্মত পথে এগিয়ে যেতে ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীদের একমত হওয়ারও আহবান জানান তিনি।

নিজেদের মধ্যকার সংঘাত ও বিরোধকে সম্পূর্ণভাবে মিটিয়ে দিয়ে ২০২১ সালের মধ্যে যুদ্ধরত দলগুলো পরিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের এই রাষ্ট্রদূত।

উল্লেখ্য, ২০১৪ সালে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা যখন রাজধানী সানা সহ ইয়েমেনের উত্তর প্রদেশের বেশিরভাগ অঞ্চলকে নিজেদের দখলে নিয়ে নেয়, মূলত তখন থেকেই দেশটি গৃহযুদ্ধের কবলে পরে যায়।

জাতিসংঘের ওসিএইচএ‘র তথ্যমতে ইয়েমেন সংঘাতে এখন পর্যন্ত মোট ২ লক্ষ ৩৩ হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে!

সূত্র: আনাদোলু এজেন্সি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img