বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

এবার ভারতে বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াইয়ের ডাক দিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী

ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা দিনকে দিন বেড়েই চলেছে মুসলিমদের উপর নির্যাতন ও সহিংসতা। বিচারের নামে বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ধ্বংস করা হচ্ছে। শুধু তাই নয়, সংবিধান বদলে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণারও হুঁশিয়ারি দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির নেতারা। আর তাই এই উগ্রবাদী দল থেকে দেশের সংবিধান রক্ষার জন্য সর্বাত্মক লড়াইয়ে ডাক দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ৭৫ তম সংবিধান দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে এই ডাক দেন তিনি।

বক্তব্যে, বিজেপির বিরুদ্ধে গণতান্ত্রিক নীতি ভাঙ্গনের অভিযোগ আনেন রেড্ডি। সেই সঙ্গে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে রাজনৈতিক সুবিধা লাভেরও অভিযোগ আনা হয়।

তিনি আরো বলেন, “আমাদের নেতা রাহুল গান্ধী ধারাবাহিকভাবে সাংবিধানিক নীতি বাস্তবায়নের পক্ষে কথা বলেছেন। অপরদিকে বিজেপি সংবিধান পরিবর্তনের অপচেষ্টা চালিয়েছে।”

সূত্র: দি হিন্দু

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img