বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

রোহিঙ্গা নির্যাতনের জন্য মায়ানমার সরকার প্রধানকে গ্রেফতারের দাবি জানালো আইসিসির প্রসিকিউটর

মায়ানমারের সামরিক সরকার প্রধান মিন অং হ্লেইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান।

বুধবার (২৭ নভেম্বর) করিম খানের অফিস এ বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ সালে মায়ানমারের ক্ষমতা কুক্ষিগত করে দেশটির বর্তমান সামরিক সরকার প্রধান হ্লেইং। সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নির্যাতনের মাধ্যমে তিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ২০১৬-১৭ সালে মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত অপরাধগুলো নিয়ে গত পাঁচ বছর ধরে তদন্ত করছিল প্রসিকিউটর অফিস। এই সময়ের মধ্যে সাধারণ রোহিঙ্গা নাগরিকদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৭ লাখ রোহিঙ্গা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পালিয়ে যায়। তদন্ত প্রতিবেদনে রোহিঙ্গাদের উপর চালানো হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নি সংযোগের মতো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালের ১৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসকল মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে দেশটির সেনাবাহিনীর দ্বারা। আর এতে সমর্থন যুগিয়েছে মায়ানমার পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও সাধারণ নাগরিকরা।

উল্লেখ্য, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধ রক্তাক্ত অভিযানের পর বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েছিলেন হ্লেইং।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img