শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিয়েছে জাপান

প্রতিপক্ষের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় এবার সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

শনিবার (২৮ নভেম্বর) জাপানের স্থলবাহিনীর সক্ষমতা পর্যবেক্ষণের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাপান সাগর অঞ্চলে সামরিক পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। যে কোনো সময়ের চেয়ে বর্তমানে তা চরম রূপ নিয়েছে। উত্তর কোরিয়া বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে তাদের সক্ষমতা বাড়িয়েছে। এখন নিরাপত্তা রক্ষার জন্য শত্রুর ঘাঁটিতে আঘাত করার সক্ষমতা অর্জন করতে চায় জাপান।

হুমকির মুখে জাপানের সামরিক শক্তিকে নতুন করে ঢেলে সাজানোর কথা ভাবছেন ফুমিও কিশিদা।

তিনি বলেন, চীনের সামরিক উপস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।

সূত্র: আল-জাজিরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img