মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে রাষ্ট্রীয় সহয়তায় অবমাননা করার প্রতিবাদে ফ্রান্সকে যখন মুসলিম বিশ্ব বয়কট করেছে, ঠিক তখনই প্যারিসের পাশে দাঁড়িয়েছে ভারত।
সোমবার এবং মঙ্গলবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ‘হ্যাশট্যাগ আমি ফ্রান্সের পাশে আছি; এবং ‘হ্যাশট্যাগ আমরা ফ্রান্সের সাথে আছি’ শিরোনামে ভারতের হাজারো টুইটার ব্যবহারকারী ইসলামবিদ্বেষে জড়িত ফ্রান্সের পাশে দাঁড়ানোর প্রচারণা চালায়।
টুইট বার্তায় এক ভারতীয় বলেন, ফ্রান্স যা কিছু করছে তাতে আমি আনন্দিত। ম্যাক্রোঁর লড়াইয়ে ভারতীয়দের সমর্থন দেওয়া উচিৎ। ফ্রান্সের প্রশংসা করা উচিৎ। ভারত সবসময় ফ্রান্সের সঙ্গে আছে।
সূত্র: আল জাজিরা