ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা বলেছেন, ফিলিস্তিনীরা প্রতিরোধ সংগ্রাম থেকে সরবে না। তাদের বন্দুক সব সময় ইহুদীবাদী ইসরাইলের দিকে তাক করা আছে।
ইসলামী জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতহি শাকাকির শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেছেন।
জিয়াদ আন-নাখালা বলেন, ফিলিস্তিনী জাতি মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জুলুমের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছে। একইসঙ্গে ফিলিস্তিনিরা কিছু ভীতু আরব দেশের চেহারা উন্মোচন করে চলেছে।
তিনি বলেন, আমেরিকা ইসরাইলি পরিকল্পনা বাস্তবায়নে যত বেশি তৎপরতা চালাবে ফিলিস্তিনীদের কাছে মার্কিন ষড়যন্ত্র ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’র উদ্দেশ্য তত বেশি স্পষ্ট হবে। ফিলিস্তিনীরা এটা বুঝতে পারবে যে কথিত ডিল অব দ্য সেঞ্চুরি কেবলি দখলদার ইসরাইলের স্বার্থ রক্ষা করবে।
ইসলামী জিহাদ আন্দোলনের নেতা আরও বলেন, ফাতহি শাকাকি শহীদ হয়েছেন। কিন্তু তার রেখে যাওয়া সংগ্রাম এখনও চলছে। ফিলিস্তিনীদের প্রতিরোধ সংগ্রাম এখন দখলদারদের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
কোনো কোনো আরব দেশের বিশ্বসাঘাতকতা ফিলিস্তিন ইস্যুকে দুর্বল করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
ইসলামী জিহাদ আন্দোলনের প্রতিষ্ঠাতা ফাতহি শাকাকি ১৯৯৫ সালের ২৬ অক্টোবর ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি গুপ্তচর বাহিনী মোসাদের সদস্যদের গুলিতে শাহাদাতবরণ করেন।