বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

চট্টগ্রামের নাজিরহাটে আল্লামা বাবুনগরী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা আগামীকাল

এস এম সাইফুল ইসলাম

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর সাবেক শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বৃহত্তর ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) নাজিরহাট নতুন রাস্তার মোড়ের পূর্ব পাশে মাস্টার কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের পরিচালক, আল্লামা শাহ সালাহ উদ্দীন নানুপুরী।

এছাড়া প্রধান অতিথি থাকবেন, দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা শাহ সোলতান যওক নদভী। প্রধান আলোচক হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া ও বিশেষ আলোচক জামিয়া ইসলামিয়া পটিয়ার পরিচালক মাওলানা ওবাইদুল্লাহ হামযা।

আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন, কর্ম শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ ও সফল করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছে বৃহত্তর ফটিকছড়ি ইসলামী আইন বাস্তবায়ন কমিটি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img