আফগানিস্তানের দীর্ঘ সংকট সমাধানে আলোচনার জন্য পাকিস্তানের পৌঁছেছেন দেশটির মার্কিন মদদপুষ্ট আফগান সরকারের প্রতিনিধি দলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি ইসলামাবাদে পৌঁছান।
আফগানিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় পুনরেত্রকীকরণ উচ্চ পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ তিন দিনের সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করবেন।
আফগানের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিন ধরে শীতল সম্পর্ক বিরাজমান। মার্কিন মদদপুষ্ট কাবুল সরকার এবং তার আন্তর্জাতিক মিত্রদের পুরানো অভিযোগ, আফগানিস্তানে পাকিস্তানের চিরশত্রু ভারতের প্রভাব দমিয়ে রাখার জন্য তালেবানকে সহায়তা দিয়ে আসছে ইসলামাবাদ।
আফগান সরকারের এ অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাল্টা অভিযোগ বিরোধীদের দিয়ে আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে কাবুল।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে। ডা. আবদুল্লাহ আবদুল্লাহ সফর পরস্পর মৈত্রী, ভ্রাতৃত্ববোধ এবং সহযোগিতা আরো শক্তিশালী করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয় বিবৃতিতে।
আমেরিকা স্বীকার করেছে তালেবানকে সমঝোতায় ফেরাতে এবং শান্তি প্রক্রিয়াকে উৎসাহিত করতে পাকিস্তান সহায়তা করেছে।