ভারতে বহুলালোচিত কৃষি সংক্রান্ত বিলে সই করেছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগেই এ সংক্রান্ত তিনটি বিল সংসদে পাশ হয়েছিল।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি ওই তিন বিলে সই করায় তা আইনে পরিণত হয়েছে।
ভারতজুড়ে কৃষক বিক্ষোভ ও বিরোধীদলীয় বিক্ষোভের মধ্যেও রাষ্ট্রপতি কৃষি সংক্রান্ত বিলে সই দেওয়ায় অনেকেই হতাশ হয়েছেন।
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, কৃষি আইন আমাদের কৃষকদের জন্য মৃত্যুদণ্ড। সংসদে ও বাইরে তাদের কণ্ঠস্বর পিষ্ট হয়েছে। এটি ভারতে গণতন্ত্র মারা যাওয়ার প্রমাণ।
এদিকে, সোমবারও ভারতের রাজধানী দিল্লিসহ গুজরাট, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যে কৃষি আইনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, আজ সকাল সাড়ে ৭টা নাগাদ ইন্ডিয়া গেটের সামনে ১৫/২০ জন কৃষকের একটি দল জড়ো হয়ে একটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা ঘটনাস্থল ছেড়ে যান। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের চিহ্নিত করার কাজ চলছে। পরে দেশটির পুলিশ ও দমকল বাহিনী পৌঁছে আগুন নিভিয়ে সরিয়ে নেয় ট্রাক্টরটি।