ইনসাফ | নাহিয়ান হাসান
ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক সেনার হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন নিরীহ ফিলিস্তিনী কৃষক।
রবিবার (২৭ সেপ্টেম্বর) ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলাস শহরের একটি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাবলাস শহরের আসীরাতুল ক্বাবলীয়্যাহ গ্রামের ফিলিস্তিনি কৃষক উসামা হামদান যখন তার কৃষি জমিতে কাজ করছিলেন তখন সশস্ত্র এক ইহুদী সন্ত্রাসী অতর্কিতভাবে তার উপর হামলা করলে সে গুরুতরভাবে আহত হয়।
স্থানীয়রা যখন দেখতে পেলো যে, হামলার ফলে উসামা হামদানের পুরো শরীর মারাত্মক ভাবে জখমী হয়ে পরেছে, তখন অতিদ্রুত নাবলাসের একটি হাসপাতালে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়।
তারা জানায়, সেই সশস্ত্র ইহুদী সন্ত্রাসী হলো ইয়েতঝার নামক অবৈধ ইহুদী বসতির একজন নিরাপত্তা রক্ষী।
সূত্র: ডাব্লিউএএফএ।