বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ইসরাইলের ফুটবল মাঠে হামল অন্তত ১১ জন নিহত

ইসরাইলের দখল কৃত গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৯ জন। হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরাল। তবে অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গোলান মালভূমিতে ফুটবল মাঠে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটা।

হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছে, এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে।

তবে ইসরায়েলি অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, ইসরায়েল মিথ্যা অভিযোগ তুলেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img