বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

কাতার প্রধানমন্ত্রী ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর মাঝে বৈঠক অনুষ্ঠিত

কাতার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান বিন জসিম আলে ছানীর সাথে বৈঠক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানী দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইরানের পারমাণবিক চুক্তি এবং অঞ্চল ভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু বিশেষত, সিরিয়া নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

কাতার প্রধানমন্ত্রী আফগানিস্তান ও ফিলিস্তিন নিয়েও কথা তুলেন। দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের সন্ত্রাসী কর্মকাণ্ড ও পরিস্থিতির দিন দিন অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এসময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও ইসরাইলকে নিয়ে ব্রিটেনের উদ্বেগের কথা জানান।

এছাড়া অভিন্ন স্বার্থ রক্ষায় সহযোগিতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

এর আগে দোহার দুখান বিমানবন্দরে অবতরণের পর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্লেভারলি
উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল আতিয়ার সাথেও সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হোন।

সূত্র: ডেইলি সাবাহ এরাবিক

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img