বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

বাংলাদেশ ভেদ করে ভারতীয় ট্রেন চলাচল চুক্তি ভয়ঙ্কর: মাওলানা মুসা বিন ইজহার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় নির্বাহী পরিষদের মহাসচিব মাওলানা মুছা বিন ইজহার বলেছেন, ভারত বাংলাদেশ ভেদ করে ট্রেন চলাচল করবে, এই ভয়ঙ্কর সিদ্ধান্ত স্বাধীন বাংলাদেশের জনগন মেনে নেবে তা কখনো হতে পারে না।

বুধবার (২৬ জুন) বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ জেলার যৌথ জরুরী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুছা বিন ইজহার বলেন, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দেশ ও জাতির স্বার্থ বিরোধী, ভারতের সাথে করিডোর চুক্তি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা জন্য হুমকি এবং দেশ অরক্ষিত হওয়ার একটি মহা চুক্তি বিশেষ। এধরনের চুক্তি অবৈধ সরকার ছাড়া কোন সরকার করতে পারে না। বানরের পিঠা ভাগাভাগির নির্বাচনের মাধ্যে ভারতের ছত্রছায়ায় স-ঘোষিত অবৈধ প্রধানমন্ত্রী মুজিব তনয়া শেখ হাসিনার এই কর্মকাণ্ড জাতি কখনো মেনে নেবে না।

তিনি বলেন, শিক্ষা ও অর্থ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। আমলাদের মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করণের হাতিয়ার দুর্নীতিবাজ আমলা গুলো অবৈধ ভাবে সম্পদের পাহাড় জমিয়েছে এবং শেষ পর্যন্ত জনতার আদালতে ফেঁসে যাওয়ার ভয়ে সু-কৌশলে সেই দূর্নীতিবাজ আমলাদের বাঁচাতে এবং নিজেরা বাঁচতে, আরেক দূর্নীতির মহড়া দুদকের মাধ্যমে নাটক মঞ্চস্থ করে জাতিকে ধোকা দেওয়ার কৌশল অবলম্বন করছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী ভারতের সাথে গোলামীর চুক্তি নয় বন্ধুত্ব এবং ভ্রাতিত্বের সেতুবন্ধন হতে পারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সহযোগিতা অবশ্যই অস্বীকার করা যায়না। তাইবলে কি একটি স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত এবং আধিপত্য বিস্তার মেনে নেওয়া যায়?। বাংলাদেশের বিরুদ্ধে বারবার ভারতীয় ষড়যন্ত্র প্রমাণ করে, স্বাধীনতা যুদ্ধে তাদের সহযোগিতা ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং কৃত্রিম।
এই ধরণের কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে গোলামীর চুক্তিকে প্রত্যাখান করে অভিলম্বে এই গোলামীর চুক্তি বাতিলের জোর দাবি জানান তিনি।

নগর আমীর অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল কাদের চৌধুরীর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক অধ্যাপক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক সচিব শায়খুল হাদিস মাওলানা জিয়াউল হোছাইন, সহ সংগঠন সচিব মাওলানা ইনামুল হক কুতুবী, সমাজ কল্যান সচিব মাওলানা এরশাদ বিন জালাল, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুফতী মুহাম্মদ আলী কাসেমী

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা আমীর মাওলানা আতাউল্লাহ হোছাইনী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম এবং জেলা ও নগর দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, দক্ষিণ জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আলম চৌধুরী, মহানগর নায়েবে আমীর ক্বারী মাওলানা মুবিনুল হক, সাবেক ছাত্রনেতা মাওলানা মুফতী বেলাল উদ্দিন আজাদ, সাবেক ছাত্রনেতা মাওলানা মহিউদ্দিন খাঁন জসিম, শ্রমিক নেতা ফরিদ আহমদ, হাফেজ মাহমুদুল হাসান, মওলানা দিন মুহাম্মদ রব্বানী, সাংবাদিক আলী আহসান প্রমুখ।

বক্তারা বলেন, আম জনতার রোষানলে পড়ার ভয়ে ও প্রকাশ পাওয়া দূর্নীতির খতিয়ান ধামাচাপা দিতে এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক আরো ঘাড়ো করতে অবৈধ প্রধানমন্ত্রী ফের ভারতের সাথে করিডোরে সহ দশটি গোলামীর দস্তখত স্বাধীন বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে কলঙ্ক নেমে আসবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img