রাশিয়ার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা স্পুটনিক ভি এর প্রথম চালান আগামী ১ মে ভারতে পৌঁছাবে।
বুধবার (২৮ এপ্রিল) ভারতের রুশ দূতাবাস দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ তথ্য জানায়।
দুই ডোজের টিকাটি ২১ দিনের ব্যবধানে প্রয়োগ করতে হয়। আন্তর্জাতিক বাজারে এর প্রতি ডোজ বিক্রি হচ্ছে দশ ডলার বা ভারতীয় মুদ্রায় ৭৫০ রুপিতে। তবে ভারতে এর মূল্য নির্ধারণে আরডিআইএফ এবং ভারতে বিতরণ সহযোগী ড. রেড্ডি’স ল্যাবরেটরি ও ভারত সরকারের সঙ্গে এখনও আলোচনা চলছে।
আগামী ১ মে ভারতে স্পুটনিক ভি ভ্যাকসিনের চালান পৌঁছানো নিয়ে ড. রেড্ডি’স এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি। তবে এই মাসের শুরুতে প্রতিষ্ঠানটি জানায় যে রাশিয়া থেকে ভারতে আমদানি করা এই টিকাটির সরবরাহ হবে সীমিত। তবে আগামী জুলাই থেকে ভারতেই তৈরি হবে টিকাটি।
তারপরে সরবরাহের পরিমাণ বাড়তে পারে।