রাজধানীর ডেমরাস্থ মদিনা চত্বর সেন্ট্রাল জামে মসজিদের খতিব মুফতী ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি।
আজ বুধবার (২৮ এপ্রিল) ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হেফাজতের সাম্প্রতিক ‘সহিংসতায়’ সম্পৃক্ত থাকার অভিযোগে রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।