তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির দেখা পাওয়া গেল সিলেটে।
বুধবার (২৮ এপ্রিল) ভোর থেকে সিলেটে বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইতে শুরু করে।
গত কয়েকদিনে ২৬ বছরের তাপমাত্রার রেকর্ড অতিক্রম করা তাপপ্রবাহ ছিল প্রায় সারাদেশে। এমন পরিস্থিতিতে মানুষজন যেমন দুর্ভোগ পোহাচ্ছে, তেমনই কৃষকদের চাষাবাদে তৈরি হয়েছে ক্ষতির আশঙ্কা। এরইমধ্যে স্বস্তির বৃষ্টি হল সিলেটে।
এদিকে গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, ‘ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’