রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

রমজানের প্রথমার্ধে ওমরাহ পালন করেছেন ৮০ লাখ মানুষ

পবিত্র রমজান মাস ওমরাহ মৌসুম হিসেবে বিবেচিত। এ মাসে পবিত্র নগরী মক্কা ও মদিনায় বিপুল পরিমাণ আন্তর্জাতিক পর্যটকের আগমন ঘটে।

চলতি পবিত্র রমজান মাসের প্রথমার্ধে ওমরাহ পালন করেছেন ৮০ লাখের বেশি মুসলিম।

গত ২৫ মার্চ সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে সৌদি গেজেটের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুসারে রমজান মাস শুরুর পর থেকে গত ১৫ দিনে ৮২ লাখ ৩৫ হাজার ৬৮০ জন বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব এসেছেন। এরই মধ্যে ৭২ লাখ ৫৯ হাজার ৫০৪ জন ওমরাহ সম্পন্ন করেছে। বর্তমানে দেশটিতে ৯ লাখ ৭৬ হাজার ১৭৬ জন অবস্থান করছেন।

মন্ত্রণালয়ের তথ্য মতে, স্থলপথে সবচেয়ে বেশিসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরব এসেছেন।

এরপর যথাক্রমে আকাশপথ ও সমুদ্রপথে এসেছেন। স্থলপথে ৯ লাখ ৮০ হাজার ৫৫৬ জন আগমন করেছেন। আর আকাশপথে সাত লাখ ৯৮৩ জন এবং সমুদ্রপথে ৫৪ হাজার ১৪১ জন এসেছেন। রমজান মাসে পবিত্র মসজিদুল হারামে ভিড় নিয়ন্ত্রণে এবং স্বাচ্ছন্দ্যে ওমরাহ পালন নিশ্চিত করতে বিধি-নিষেধ আরোপ করেছে সৌদি আরব।

উল্লেখ্য; ২০২৩ সালে এক কোটি ৩০ লাখ ৫৫ হাজারের বেশি মুসলিম ওমরাহ পালন করেছে, যা ছিল সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। আগামী হজ মৌসুম শুরুর আগেই দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img