ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মদ শিয়া আল-সুদানীর মধ্যে একটি কৌশলগত দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) ফ্রান্সের প্রেসিডেন্সি ভবন থেকে থেকে এ বিষয়টি জানানো হয়।
গত ২৬-২৭ জানুয়ারি ফ্রান্স সফর করেন ইরাকের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শিয়া আল সুদানি।
বিবৃতিতে বলা হয়েছে, “একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পারিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও বৈচিত্র্যময় স্থায়ী কাঠামো প্রতিষ্ঠা করবে।”
সূত্র: মিডিল ইস্ট মনিটর