গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, সংবিধানে বলা হয়েছে, দেশের মালিক জনগণ। আজ দেশের মালিক অসহায়। দুর্নীতি এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে। সাধারণ মানুষ পুলিশের হেনস্তার শিকার হচ্ছে।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন।
মোকাব্বির খান বলেন, পৌরসভা নির্বাচনে কুষ্টিয়ায় একজন ম্যাজিস্ট্রেটকে হেনস্তা করেছেন এসপি। একজন ম্যাজিস্ট্রেট যেখানে পুলিশের নির্যাতন থেকে রক্ষা পাচ্ছেন না, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ভয়ে মানুষ কথা বলতে চায় না। চুরি, ডাকাতি, মাদকের অনেক মামলায় সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে।
গণফোরামের এই সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে ওঠছে। অসৎ কর্মকর্তা, কর্মচারীর কাছ থেকে উপঢৌকন ছাড়া, ঘুষ ছাড়া কোনও কাজ করানো যায় না। ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে।