সাতক্ষীরার কুলিয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১০ নারী, ১০ পুরুষ ও ২ জন শিশুসহ মোট ২২ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ভোরে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কুলিয়াডাঙ্গা গ্রামের মানবপাচারকারী দালাল মোকলেসুরের বাড়ির থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় নাসিমা খাতুন নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুলিয়াডাঙ্গা গ্রামের মোকলেসুরের বাড়ি থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনের বাড়ি নড়াইল জেলায়। অন্যদের বাড়ি রংপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
তিনি জানান, দালাল মোকলেস ও তার স্ত্রী নাসিমা ভারতে ভালো কাজ দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৫-২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। সুবিধাজনক সময়ে তাদেরকে সীমান্ত পার করে ভারতে নিয়ে যাবার কথা ছিল।