বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় আবারো নির্যাতিতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এরদোগানের

নির্যাতিত জনগণের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ তুর্কি জাতি। আর এ বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে বিশেষ করে অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় নির্যাতিতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

সোমবার, আঙ্কারায় তুরস্কের জাতীয় সংগীতের রচয়িতা মুহাম্মাদ আকিফ এরোশির স্মরণে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে এ কথা বলেন এরদোগান।

এরদোগান বলেন, “আকিফের কথার মাধ্যমে আমরা ক্রন্দনরত থাকবো সেই সব মানুষদের প্রতি যাদেরকে শোষণ, নিপীড়ন ও হত্যা করা হয়েছে।” এসময় তিনি বিশেষভাবে গাজ্জার কথা উল্লেখ করেন।

এরদোগান আরো বলেন, “আমরা সব সময় শুধুমাত্র ন্যায়ের পক্ষে দাঁড়াবো।”

এছাড়াও অনুষ্ঠানে তিনি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা নষ্ট করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখারও আহ্বান জানান।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img