বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

গাজ্জায় ইসরাইলের দেড় হাজারেরও বেশি সৈন্য নিহত হয়েছে: ইয়াহিয়া সিনওয়ার

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনীকে চূর্ণ-বিচূর্ণ করার দাবি জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার। সেই সঙ্গে অবরুদ্ধ ছিটমহলে স্থল অভিযান শুরুর পর থেকে ৫ হাজার ইসরাইলি সেনা ও অফিসার হামাসের হাতে নিহত ও আহত হয়েছে বলেও জানান তিনি।

সোমবার আল জাজিরা আরবি থেকে প্রকাশিত একটি চিঠিতে এ বিষয়টি উঠে এসেছে।

হামাস নেতার মতে, এই সংখ্যার এক তৃতীয়াংশ অর্থাৎ ১ হাজার ৬৬০ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। বাকিরা হয় পঙ্গু অথবা গুরুতরভাবে আহত হয়েছেন।

প্রসঙ্গত, গাজ্জায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত সর্বমোট ১৫৬ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে দখলদার সেনাবাহিনী। সেই সঙ্গে আহতের সংখ্যা ৬০০ জনেরও বেশি বলে উল্লেখ করা হয়েছে।

সিনওয়ার আরো বলেন, এখন পর্যন্ত ইসরাইলের সর্বমোট ৭৫০টি যুদ্ধ যানবাহন ধ্বংস করা হয়েছে। যার মধ্যে সাঁজোয়া যানও রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img