অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় কয়েক ডজন ফিলিস্তিনি পুরুষ, শিশু ও বৃদ্ধদের আটকের পর, উলঙ্গ করে একটি স্টেডিয়ামের খোলা মাঠে চক্কর দিতে বাধ্য করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী।
সোমবার, স্থানীয় সংবাদ মাধ্যম গুলো থেকে পোস্ট করা একটি ভিডিওতে এ বিষয়টি দেখা গিয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, গাজ্জার একটি স্টেডিয়ামকে পুরো উন্মুক্ত কারাগারে পরিণত করেছে দখলদার বাহিনী। এসময় তাদের সাথে সাঁজোয়া যানও রয়েছে।
ভিডিওটিতে আরো দেখা যায়, উলঙ্গ ফিলিস্তিনিদের দিকে বন্দুক তাক করে রয়েছে এসব সেনারা। এসময় বন্দীদের হাত পেছন থেকে বাঁধা ছিল।
এর আগে ২০ ডিসেম্বর, নিরিহ ও বেসামরিক ফিলিস্তিনিদের বাসা থেকে গ্রেফতার করে এনে খোলা মাঠে শাস্তি প্রদান করা হচ্ছে বলে জানায় ইউরো মেড হিউম্যান রাইটস মনিটর।
সংগঠনটির মতে, দখলদার বাহিনী গাজ্জার বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে ও বিনা কারণে গুলি চালাচ্ছে ফিলিস্তিনিদের উপর।
সূত্র: মিডল ইস্ট আই