শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

বিশ্বে করোনায় এ পর্যন্ত মারা গেলেন ৫২ লাখ ৬ হাজারের বেশি লোক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মোট ৫২ লাখ ৬ হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ৯ লাখ ৯ হাজার ১৯২ জন। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ২৩ কোটি ৫৭ লাখ ২৭ হাজার ২৫৭ জন।

শনিবার (২৭ নভেম্বর) দুপুরে করোনাবিষয়ক আন্তর্জাতিক ওয়বসাইট ওয়াল্ডোমিটার থেকে এ সব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে ছয় হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষের শরীরে।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু হয়েছে আমেরিকায়। দেশটিতে মোট সংক্রমিত হয়েছে চার কোটি ৯০ লাখ ৫০ হাজার ৯১৭ জন। মৃত্যু হয়েছে সাত লাখ ৯৯ হাজার ১৩৮ জনের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img