তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার বিশ্বের স্বীকৃতি পাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে জানিয়েছেন তালেবানের কাতার দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ নাইম ওয়ারদাক।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য যেসব শর্ত দিয়েছিল আমরা সেগুলো বাস্তবায়ন করেছি।
শুক্রবার (২৬ নভেম্বর) দোহায় তিনি একথা বলেন।
ড. নাইম ওয়ারদাক বলেন, গোটা আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ৪০ বছরের যুদ্ধ শেষে তালেবান সরকার দেশে সত্যিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আফগান জনগণের উন্নতি ও অগ্রগতি এখন তালেবান সরকারের প্রধান অগ্রাধিকার; তবে বিদেশে আফগান অর্থ আটকে থাকার কারণে আফগানিস্তানে ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে।
তিনি বলেন, তালেবান আফগানিস্তানের সরকারি খাত থেকে গত ২০ বছরের দুর্নীতির মূলোৎপাটন করেছে।