শিক্ষায় অবকাঠামো উন্নয়ন যেমন জরুরি, তার চেয়ে শিক্ষার পরিবেশ তৈরি করা বেশি জরুরি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকার ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, শিক্ষকের মনে প্রশান্তি ও উৎসাহ তাকলে শিক্ষার পরিবেশ সত্যিই যথার্থ হয়ে উঠবে। আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই। সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চেষ্টা করছি।
তিনি বলেন, শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও ভূমিকা রাখতে পারেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিংয়ে অন্তত দুইজন করে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকবেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাব্যবস্থা থেকে অপবাদগুলো দূর করার চেষ্টা করেছি। তার মধ্যে একটি প্রশ্ন ফাঁস– সেটা বন্ধ হয়েছে। তারপরও দু-একটি জায়গায় প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়। এটা যেন আর না হয় সেজন্য সবাইকে খুব সচেতন থাকতে হবে।