ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে মহানবীর হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে অবমাননা ও দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে ফ্রান্স।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি ভ্রমণ সতর্কতা জারি করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইরাক ও মৌরতানিয়ার মতো দেশগুলোতে ভ্রমণে সতর্ক থাকতে হবে। ওই ব্যঙ্গচিত্রের কারণে কোনও বিক্ষোভ এবং ভিড় এড়িয়ে চলতেও বলেছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভ্রমণ সতর্কতায় আরও বলা হয়েছে, বিশেষ করে ভ্রমণ এবং পর্যটক বা কর্মীরা যেখানে বেশি যাতায়াত করে সেসব স্থানে অতিরিক্ত সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।