বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

খেলাধুলার ব্যাপারে যা বললেন মাওলানা মুত্তাকী

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে রূদ্ধশ্বাস ম্যাচ জিতে ১ম বারের মতো টি-২০ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

বিশ্ব আসরে আফগান ক্রিকেট দলের এমন অর্জনে অন্যান্যদের পাশাপাশি শুভেচ্ছা জানায় দেশটির বর্তমান সরকার, যাদের কট্টরপন্থী মুসলিম ও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে থাকে আন্তর্জাতিক সম্প্রদায়!

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী তালেবান নেতৃত্বাধীন সরকারের পক্ষে সরাসরি ভিডিও কলে আফগান ক্রিকেট দলকে শুভেচ্ছা জানান। আন্তর্জাতিক পর্যায়ে দলের সাফল্যে আনন্দ প্রকাশ করেন। সকলের প্রশংসা করেন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক জয়কে চমক ও আনন্দের বলে আখ্যায়িত করেন। সামনের ম্যাচগুলো জিততে ক্রিকেটারদের সতর্কতা অবলম্বন ও বিপক্ষ দলকে নিখুঁতভাবে মোকাবিলা করার আহবান জানান।

রাষ্ট্রীয় সমর্থন দেওয়ায় পররাষ্ট্রমন্ত্রীর ভিডিও কলের অপরপ্রান্তে যুক্ত থাকা আফগান অলরাউন্ডার ও টি-২০ অধিনায়ক রশিদ খান ইমারাতে ইসলামিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামনের বড় ম্যাচগুলোর জন্য তার দল পুরোপুরি প্রস্তুত বলে জানান। দেশের মর্যাদা বাড়াতে ও সুনাম ছড়িয়ে দিতে সে ও তার দল নিবেদিত প্রাণ বলে উল্লেখ করেন। এজন্য সর্বোচ্চ চেষ্টাটাই করা হবে বলে জানান।

এছাড়া বিশ্বজুড়ে নেতিবাচক প্রোপাগাণ্ডার শিকার ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটির বর্তমান সরকার কেনো খেলাধুলাকে সমর্থন করে এই বিষয়ে মাওলানা মুত্তাকী খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নেতিবাচক চিন্তাভাবনা, মতবিরোধ ও সংঘাত থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় দেশটির কালেমা খচিত বর্তমান পতাকা ছাড়াই পুরোনো পতাকা ধারণ করে খেলে যাচ্ছে দেশটি।

সূত্র: হুররিয়াত

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img